1 min read

৩রা নভেম্বর জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ফ্রান্স আওয়ামী লীগ।

৩রা নভেম্বর জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ফ্রান্স আওয়ামী লীগ। ফ্রান্সের রাজধানী প্যারিসের স্থানীয় সোনার বাংলা রেস্টুরেন্টে ফ্রান্স আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সুনাম উদ্দিন খালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাত বরণকারী সকল শহীদ ও জাতীয় চার নেতাসহ দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা নেওয়াজ মোহাম্মদ খোকন, সহ-সভাপতি নুরুল আবেদিন, শাহজাহান শাহী, হাসান সিরাজ, আমিন খান হাজারী, হারুনুর রশিদ, সরফ উদ্দিন স্বপন, মাহাবুবুল হক কয়েস, শহীদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, অধীর সূত্রধর, আল- আমিন খান, সাংগঠনিক সম্পাদক শায়েস্তা মিয়া, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাইফুজ্জামান, সম্মানীত সদস্য বক্তিয়ার হোসেন ও কামাল আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।